27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন শিক্ষাঙ্গন

ঝালকাঠিতে সরকারি স্কুলের ভেতরই মাদক সেবন করেন প্রধানশিক্ষক

অনলাইন ডেস্ক:

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব কয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান রানার বিরুদ্ধে নিয়মিত স্কুলের অভ্যন্তরে মাদক সেবনের অভিযোগ উঠেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (টিও) কাছে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের দায়ের করা এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) অনিতা রানী দত্ত সরেজমিনে ওই স্কুলে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছেন।তাতে তারা অভিযাগের সত্যতা পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

অভিযোগে জানা গেছে, ওই শিক্ষক স্কুলের ভেতরে ও বাহিরে নিয়মিত মাদক (গাঁজা) সেবন করেন। এতে বিদ্যালয়ের শিক্ষক পরিবেশ নষ্ট ও কোমলমতি শিশুদের ক্ষতি হচ্ছে। তাকে বারবার সতর্ক করা হলেও তিনি মাদক সেবন বন্ধ না করে উল্টো এলাকাবাসী ও অভিভাবকদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখান।

এ ঘটনায় ২২ জন অভিভাবক ও এলাকাবাসী টিও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের একজন শিক্ষিকা জানান, মনিরুজ্জামান রানা স্কুলের অন্যান্য শিক্ষকদের তার চাকর মনে করেন। তিনি আমাদের সাথে এমন আচরণ করেন যা কোনো সুস্থ্ স্বাভাবিক মানুষ করে না।

পূর্ব কয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. নুরুজ্জামান মৃধা বলেন, ওই শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যয়নপত্রের নামে ১০০ টাকা ও ভর্তি বাবদ ৪০০ টাকা করে নিয়েছেন। এছাড়াও স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্লান (স্লিপ) প্রকল্পের বরাদ্দকৃত অর্থ নামমাত্র কাজ করে ও ভুয়া বিল-ভাউচার তৈরি করে লোপাট করেছেন।তিনি আরও বলেন, শিক্ষক মনিরুজ্জামান রানা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত।

অভিযোগের ব্যাপারে শিক্ষক মনিরুজ্জামান রানা বলেন, ‘আমাকে ডিস্টার্ব করবেন না। আমি কোনো বক্তব্য দিবো না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল বলেন, তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official