23 C
Dhaka
মে ২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রশাসন

পাকিস্তানকে মানচিত্র থেকে একেবারে মুছতে ১৩০ কোটির মুত্র বিসর্জনই যথেষ্ট: আফগান ভাইজান

যুদ্ধ করতে হবে না। সারজিক্যাল স্ট্রাইক? না, তারও কোনও দরকার নেই। অর্থনৈতিক ভাবে পর্যুদস্ত করা বা বিশ্বের সামনে অপদস্থ করার দরকার নেই। তাহলে কোন পথ হতে পারে সঠিক বদলা? কি করলে পাকিস্তানকে ভারত বিশ্বের ম্যাপ থেকে স্রেফ উধাও করে দিতে পারে ? ১৩০ কোটির দেশ ভারত। সবাই মিলে পাক সীমানাগুলিতে মুত্র বিসর্জন করে দিলেই পাকিস্তানে সুনামিতে ভেসে যাবে। এমনই দাবি ‘আফগান ভাইজান’-এর।

এমনিতেই ভারতের সঙ্গে আফগানিস্তনের সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলা চালানোর জন্য ধিক্কার জানিয়েছে। ঠিক এমন সময়েই একটি ভিডিও প্রকাশ করেছেন ‘আফগান ভাইজান’। তিনি কি বলছেন? সর্বপ্রথম তিনি পাকিস্তানকে এই হামলার জন্য ধিক্কার জানিয়েছেন। তারপর বলেছেন ,পাকিস্তানকে বলছি, আপনারা বলেন ভারতকে এই করব সেই করব। আপনারা হয়তো জানেন না বেশী কিছু না, ভারতের যত মানুষ আছেন তাঁরা সবাই মিলে যদি পাক সীমানায় দাঁড়িয়ে মুত্রত্যাগ করেন তাহলেই পাকিস্তানে সুনামি চলে আসবে।সেই সুনামিতে পাকিস্তান ভেসে চলে যাবে।

পাশাপাশি তিনি বলেছেন , “পাকিস্তান আসলে কি জানেন? পাগলা কুকুর। নিজের কোনও ক্ষমতা নেই। একবার এর পিছনে একবার ওর পিছনে গিয়ে কামড়াতে যায়। আপনাদের লজ্জা হওয়া উচিৎ আপনারা নিজেদেরকে ‘ইসলামিক কান্ট্রি’ বলেন। আমার তো সন্দেহ হয় আপনারা সত্যিই মুসলিম কি না।”

মাঝে মাঝে বলিউড বিখ্যাত ভিলেন অভিনেতা প্রাণের মতো হেসেছেন এবং তারপরেই আবার ভিডিওতে বলেছেন, “আপনারা লক্ষ্য করবেন বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনওরকম নাশকতামূলক কাজকর্মের সঙ্গে পাকিস্তানই জড়িত থাকে। হয় দেখা যাবে ঘটনার প্ল্যান তৈরি হয়েছে পাকিস্তানে, নয়তো মাস্টার মাইন্ড পাকিস্তানের। কিছু না হলে, পাকিস্তান অন্য কোনও জায়গা থেকে বোমা সাপ্লাই করেও জঙ্গিদের সাহায্য করে। এটাই বাস্তব।”

এরপরে তিনি বলেছেন, “আপনারা ভারতের সঙ্গে নিজেদের তুলনা টানেন কিভাবে? ওখানে প্রত্যেক বছর ৬০০০ ডাক্তার, ১০ হাজার ইঞ্জিনিয়ার তৈরি হয়। আপনাদের দেশেও হয়, কিন্তু তারা আত্মঘাতী বোমা বানানোয় ডিগ্রিধারী। প্রত্যেক বছর অন্তত হাজার ১৫ এরকম লোকজনকে তৈরি করে আফগানিস্তান , ভারতের বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেন। আপনাদের এটাই কৃতিত্ব।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও ছেড়ে কথা বলেননি ‘আফগান ভাইজান’। তিনি বলেছেন, “বিশ্বের সামনে আপনার দেশের জামা কাপড় খুলে এক্কেবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে ভারত। কেমন লাগছে ? খারাপ লাগছে তো?

পুলওয়ামা কাণ্ডের পর ইমরানের সরকার ক্রমাগত পাকিস্তানের বিরুদ্ধে ওঠা অভিযোগকে উড়িয়ে দিয়েছে। উলটে মঙ্গলবার ভিডিও বার্তায় ভারতকে পালটা আক্রমণের হুঁশিয়ারিও দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। ‘আফগান ভাইজান’ বলেছেন, “এইসব নাশকতামূলক কাজকে ইন্ধন না দিয়ে পাকিস্তানের রাস্তা, বিদ্যুৎ পরিবহন, গরীবদের উন্নতির দিকে নজর দিন। তাহলে বিশ্বের সামনে আপনাদের মান কিছুটা ভালো হতে পারে।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official