স্টাফ রিপোর্টার//
পিরোজপুরের নাজিরপুরে আকবর খান (৫২) নামে এক মাদক কারবারির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের চর রগুনাথপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আকবর খান ওই গ্রামের মোবারেক খানের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা ব্যবসা করে আসছিল বলে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়।
নিহতের ফুফাতো ভাই মোয়াজ্জেম শিকদার বলেন, আকবর একজন পেশাদার মাদক কারবারি ছিল। আমরা তাকে ভালো করার অনেক চেষ্টা করেছি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারব না।
নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, শনিবার সকালে খবর পেয়ে চর রগুনাথপুর গ্রামের এক মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। তা ছাড়া পরিবারের পক্ষ থেকেও মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের লক্ষ্যে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।