মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

মঠবাড়িয়ায় প্রবাসি আমিনুল হত্যা মামলায় ৪ আসামি রিমাণ্ডে

প্রতিবেদক
banglarmukh official
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

মাহফিল থেকে ফেরার পথে পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম হাওলাদার (৪০) নামের এক দুবাই প্রবাসিকে কুপিয়ে হত্যা মামলালার ৪ আসামি বর্তমানে ২ দিনের পুলিশ রিমাণ্ডে রয়েছে।

মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল আজাদ সোমবার (২৭ ফেব্রুয়ারী) শুনানী শেষে আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমাণ্ডপ্রাপ্ত আসামিরা হাফিজুর রহমান হায়দার (৫১), তাহসিন আরবি (১৯), নিয়াজ মাহমুদ (১৭), হোসাইন (১৮)।

মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল কুদ্দস জানান, প্রবাসি আমিরুল ইসলাম হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য আটককৃত প্রত্যেকে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চেয়ে গত ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। আদালত ২ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় প্রবাসি আমিরুল বাড়ি থেকে স্থানীয় চালিতাবুনিয়া দীনিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহাফিল শুনতে যান। মাহাফিল শেষে রাত দেড়টার দিকে সে গ্রামের সড়ক দিয়ে বাড়ি ফিরছিল।

পূর্ব শত্রæতার জের ধরে এসময় পঞ্চায়েত বাড়ির রাস্তার মোড়ে পৌছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল হতে নিহত আমিরুলের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই মাওলানা মো. নূরুল ইসলাম (৫৩) বাদি হয়ে গত ২২ ফেব্রুয়ারী বুধবার ৫ জন নামীয় ও অজ্ঞাত ৫ জনের বিরেুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, প্রবাসি আমিরুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য ৪ আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এই মূহুর্তে বলা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, এ মামলার পলাতক এজাহারভুক্ত আসামি অলিউর রহমান অলিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। এছাড়াও এ হত্যাকান্ডে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত