দু’দিনের সফরে ভারতে পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। রাষ্ট্রপতি ভবনে উপস্থিত যুবরাজ সালমান ভারতের সঙ্গে সৌদি আরবের বন্ধুত্ব সম্পর্কে জানান, এই বন্ধুত্ব তাদের ডিএনএ-তে রয়েছে এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন।
তিনি বলেন, মোদি তার বড় ভাই এবং তিনি তার ছোট ভাই। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে সৌদি যুবরাজকে স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ক আরও প্রগাঢ় করবে বলেই মনে করেন তিনি।
তিনি এক টুইট বার্তায় বলেন, ভারত সৌদি যুবরাজকে স্বাগত জানিয়েছেন। এই সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সাহায্য করবে।