মে ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক বিনোদন

সন্তানদের নয়, আমাদের সমালোচনা করুন: অজয় দেবগন

বলিউড তারকা অজয় দেবগন বরাবরই ফ্যামিলি ম্যান হিসাবে পরিচিত। ‘দৃশ্যমে’র বিজয় সালগাঁওকরের মতোই ব্যক্তি অজয়ও পর্দার বাইরে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালোবাসেন। ব্যস্ত শিডিউল থেকে সময় পেলেই তিনি সপরিবারে বেড়াতে চলে যান দূরে কোথাও। এহেন অজয় যে তার মেয়ে নাইসার সমালোচনা করা হলে চুপ করে থাকবেন না, তা বলাই বাহুল্য।

বেশ কিছুদিন ধরেই , নাইসার বলিউডে পা রাখা নিয়ে জল্পনা চলছিল বি-টাউনে। বাবা অজয়কে সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘নাইসা এখন বিদেশে পড়াশোনা করছে। আপাতত সে এই নিয়ে কোনো কথা বলেনি। তবে ওর মন পাল্টাতেও পারে ভবিষ্যতে।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে মেয়ের ট্রোল হওয়া নিয়ে মুখ খুললেন অজয়। অজয় বলেন, আমি, আমার স্ত্রী কাজল, আমরা অভিনেতা। সমালোচনা করতে হলে আমাদের করুন। আমার সন্তানদের নয়। আমাদের জন্যই আমাদের সন্তানরা পরিচিত মুখ।’

তার মেয়েকে সমালোচনা করার ব্যাপারে তিনি বললেন, ‘কারও সমালোচনা করা অনুচিৎ। আমি যদি এখন কারোর সমালোচনা করি তার নিশ্চয়ই ভালো লাগবে না…. আমার ছেলেমেয়ের ক্ষেত্রেও একই ব্যাপার।’

এদিন বাজিরাও সিংঘম স্পষ্টভাবে বলে দেন, ‘ছেলেমেয়েদের নিয়ে এরকম ট্রোল করা হলে আমার খুবই খারাপ লাগে।” মেয়ের ব্যাপারে তিনি বললেন, “আগে নাইসা এসব দেখে খুব মন খারাপ করত। কিন্তু এখন আমার মেয়ে এগুলো বিশেষ পাত্তা দেয় না। ও বুঝতে শিখেছে যে তুমি যাই কর না কেন, কিছু লোক সবসময় তোমার সমালোচনা করবে।’

ট্রোল মোকাবিলায় অজয়ের টোটকা, ‘সম্পূর্ণ এড়িয়ে যান। প্রতিক্রিয়া দিলে পাল্টা প্রতিক্রিয়া আসবে।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official