গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আনুমানিক রাত ৯ টার সময় নগরীর রুপাতলি পাওয়ার হাউজ থেকে সদর রোড আসার পথে একটি XIAOMI মোবাইল সেট হারানো গিয়েছে। উক্ত মোবাইলের মালিক মোঃ আলী আকবার খান (৩৭)। উক্ত মোবাইল সেটের মধ্যে সীম নং -০১৭১১-৯৯৩৮৪৬, ০১৮৫০-৯২৯০৮২। মোঃ আলী আকবার খান তার মোটরসাইকেলযোগে নগরীর রুপাতলি পাওয়ার হাউজ এলাকার চায়ের দোকান চা খেয়ে সদর রোডে এর উদ্যেশ্যে রওনা দেয়। সদর রোড যাওয়ার পর আর ফোন পাওয়া যায় নি। গতকাল এই ঘটনার ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়।