এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি নারী ও শিশু বরিশাল রাজণীতি

আগৈলঝাড়ায় দরিদ্রদের মাঝে চেক বিতরণ করেন হাসানাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক:

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যেগে দরিদ্র মহিলাদের মাঝে চেক বিতরন করা হয়েছে। উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্প এর আওতায় বাকাল ও রাজিহার ইউনিয়নে নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সুবিধাভোগী সদস্যের মাঝে চেক বিতরন করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে চেক বিতরন সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি, বরিশাল-১ আসনের এমপি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।

সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল সমবায় অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মো.মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, রুস্তুম সেরনিয়াবাত, সাধারন সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ও উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান প্রমুখ।

পরে প্রধান অতিথি এমপি আবুল হাসানাত আবদুল্লাহ বাকাল ও রাজিহার ইউনিয়নে সুবিধাভোগী ৫০জন মহিলা প্রত্যেক সদস্যদের মাঝে একলক্ষ টাকার চেক বিতরন করা হয়।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official