অনলাইন ডেস্ক:
চাঁদাবাজির মামলায় শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কোর্টগাঁও এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৩টার দিকে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
সদর থানার তদন্ত ইন্সপেক্টর গাজী সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে সরকারি হরগঙ্গা কলেজে ভবন নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী প্রীতম বাদী হয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মীরধা ও সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচ জনকে আসামি করা হয়েছে।