ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে নেয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় শোনার পর বেলা পৌঁনে ৩টার দিকে (১১-৭০৪৪) নম্বরের একটি সাদা জীপ গাড়ীতে করে খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারের ডে কেয়ার সেন্টারে তাকে রাখা হবে।
এর আগে রাজধানী বকশিবাজারের বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৬৩২ পৃষ্ঠার সারাংশ পড়ে খালেদা জিয়াকে ৫ বছরের জেল। এছাড়া তারেক রহমানসহ বাকি পাঁচ আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত।