অনলাইন ডেস্ক:
খুলনার ফুলতলার বেজেরডাঙ্গায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ফুলতলার বেজেরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেটকারের আরোহী। এর মধ্যে দুই জন ডাক্তার ও অপরজন চালক।
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহন ও খুলনাগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ১৩-৬৮৭০) সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) মো. মনির জানান, বাসটির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন প্রাইভেটকার আরোহী ডা. শাহাদাত হোসেন ও ডা. মোয়াজ্জেম হোসেন এবং চালক জাহাঙ্গীর।