দেশান্তর পত্রিকায় সাব-এডিটর হিসেবে নিয়োগ পেয়েছেন উয়মান সাংবাদিক মিদুল ইসলাম সোহেল
বহুল প্রচারিত দৈনিক দেশান্তর পত্রিকায় সাব এডিটর হিসেবে নিয়োগ পেয়েছেন তরুন ও উদীয়মান সাংবাদিক মিদুল ইসলাম সোহেল। পত্রিকার সম্পাদক জাকারিয়া রবিউল স্বাক্ষরিত একটি পত্র জানানো হয়, চলতি বছরের ফেব্রুয়ারী মাস থেকে মিদুল ইসলাম সোহেল কে প্রতিষ্ঠানটি’র সাব এডিটর হিসেবে নিয়োগ দেয়া হয়।
২০১৭ সাল হতে তরঙ্গ টিভি, সংবাদ পড়ুন ডট কম, দেশমাতৃকা, ট্রাস্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসসহ স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজ করছেন এ সাংবাদিক। বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল দেশামাতৃকা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবেও কাজ করছেন তিনি।
দেশান্তর পত্রিকার সম্পাদক জাকারিয়া রবিউল এবং প্রকাশক আবির ইসলাম সহ কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ দিকে নতুন পত্রিকার সাব এডিটর নিয়োগ পেয়ে সাংবাদিক মিদুল ইসলাম সোহেল জানান, সততা ও দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে সুনামের সহিত কাজ করছি। আগামীতেও যেন সুনামের সহিত কাজ করতে পারি, সেটাই প্রত্যাশা করি।