নুরুন নাহার খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হকের সহধর্মিনী ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নুরুন নাহার খান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের মা নুরুন নাহার। ময়মনসিংহ প্রি-ক্যাডেট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, নুরুন নাহার খানের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।