অনলাইন ডেস্ক:
অপহরণের আট দিন পর দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৪) উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার রাতে পুলিশ শিক্ষার্থীকে কলাপাড়ায় নিয়ে আসেন। এসময় মামলার প্রধান আসামি বখাটে সজিবকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে অপহৃতার ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাফিজুর রহমান জানান, অপহরন মামলার বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে। প্রধান আসামি সজিবকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাত্রীর বাবা জানান, ১০ ফেব্রুয়ারি কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের ফাসিপাড়া গ্রামের বাড়ি থেকে শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটে সজিব তার সাঙ্গপাঙ্গ নিয়ে মেয়েকে চাকু প্রদর্শণ করে আলীপুর চৌরাস্তা থেকে মটর সাইকেলে তুলে অপহরন করে। ১২ ফেব্রুয়ারি মহিপুর থানায় মামলা করা হয়।
তার মেয়ে মহিপুর ইসলামিয়া খাইরুল উম্মাহ মাদ্রাসার ছাত্রী। অপহরন কারী সজিবের স্ত্রী থাকা সত্ত্বেও বখাটেপনা করে বেড়ায়।
গ্রেফতারকৃত সজিব কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের মো. মালেক হাওলাদারের ছেলে।