26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন রাজণীতি

পিরোজপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার//

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

রবিবার  দুপুরে দেড়টার দিকে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের ভিতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিককে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহাবুব রনি জানান, দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক ও সে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের ভিতরে ছিল। হঠাৎ করেই কয়েকজন এসে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং অনিককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে কলেজের ভিতরের অন্য ছাত্ররা এগিয়ে এলে হামলাকারীরা রক্তাক্ত অবস্থায় অনিককে ফেলে রেখে পালিয়ে যায়।পরে অনিককে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হয়।

সদর হাসপাতালের আরএসও ডা. ননী গোপাল রায় জানান, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিককের চিকিৎসা চলছে।

পিরোজপুর সদর থানার ওসি এম এম জিয়াউল হক জানান, কলেজ ক্যাম্পাসে ব্যানার টানানোকে কেন্দ্র করে বিরোধে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় জড়িতের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official

আনিসুল শাজাহানসহ নতুন মামলায় গ্রেফতার ৯

banglarmukh official