অনলাইন ডেস্ক:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথমদিনে রাজবাড়ীর পাংশায় অসদুপায় অবলম্বনের দায়ে ২০ জন দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির এ বহিষ্কার আদেন।
সেই সাথে ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব আবু মুছা আশারি ও পরীক্ষা কক্ষে কর্তব্যরত শিক্ষকদের অব্যাহতি দেয়া হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, এ বছর রাজবাড়ীতে ১৬ হাজার ৮০৬ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। ৯টি কেন্দ্রে ১৩ হাজার ৪১৮ জন এসএসসি, ৬টি কেন্দ্রে ২ হাজার ১৬৮ জন দাখিল, ৪ টি কেন্দ্রে ১ হাজার ১৭৩ জন এসএসসি ভোকেশনাল ও ১টি কেন্দ্রে ৪৭ জন দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।