প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান লিকুকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ পদে আছেন কাজী নিশাত রসুল।
গোপালগঞ্জের কৃতি সন্তান গাজী হাফিজুর রহমান লিকুকে এপিএস-২ হিসেবে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের অগ্রবাণীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
গাজী হাফিজুর রহমান লিকু এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর এ্যাসাইনমেনট অফিসার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গোপালগঞ্জের জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান লিকু ২০০৪ সালের ৩১ জুলাই বিএনপি সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে আহত হন। সেদিন গুলিতে তৎকালিন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন খান তুষার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।