সৈয়দা সাজেদা চৌধুরীকেই সংসদ উপনেতা করা হচ্ছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
গতকাল সংসদীয় কমিটির সভাপতি পদে দলের সব হেভিওয়েটকে আনা হয়েছে। সংসদ উপনেতা পদ নিয়ে যাদের নাম শােনা যাচ্ছিল বেগম মতিয়া চৌধুরী এবং তােফায়েল আহমেদ; দুজনকেই সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে। মতিয়া চৌধুরীকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি এবং তােফায়েল আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির পদ দেয়া হয়েছে।
সৈয়দা সাজেদা চৌধুরী বয়স্ক, প্রবীণ নেতা এবং আওয়ামী লীগের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কাজেই তিনিই সংসদ উপনেতা হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।