মে ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল শিক্ষাঙ্গন

বরিশালের আগৈলঝাড়ায়, পানির বোতল নিয়ে অভিভাবকদের কাছে ওসি

অনলাইন ডেস্ক:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের পানি পান করালেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

শনিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিন উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে ঘুরে অপেক্ষারত অভিভাবকদের মাঝে তিনি পানির বোতল বিতরণ করেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা।

স্থানীয়রা জানান. ওসি মো. আফজাল হোসেন নিজ খরচে এক হাজার পানির বোতল কিনে তা উপজেলা সদরের গৌলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্র, ভেগাই হালদার একাডেমি কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের মাঝে বিতরণ করেন।

অভিভাবকরা তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ওসি মো. আফজাল হোসেনের উদ্যোগটি জনগণ ও পুলিশের মাঝে দূরত্ব কমাবে। তেমনি পুলিশের সঙ্গে ঘনিষ্ঠা বাড়াবে।

আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন জানান, পুলিশ জনগণের সেবক। যে কোনো সমস্যায় মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়ানোই পুলিশের কাজ। পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকরা কেউ রোদে দাঁড়িয়ে কেউবা বসে অপেক্ষা করছিলেন। অনেককেই আশপাশের দোকান থেকে পানি পান করতে হচ্ছে। এসব দেখে অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল দেয়া হয়েছে। পুলিশ সপ্তাহে এ ধরনের কর্মকাণ্ডে মানুষ উপকৃত হবে এবং আমাদের কাছে টেনে নেবে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official