অনলাইন ডেস্ক:
অপচিকিৎসায় প্রসুতির মৃত্যু ও বিভিন্ন অনিয়মের অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বেসরকারী দুঃস্থ মানবতার হাসপাতালের সকল কার্যক্রম বুধবার দুপুরে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
চিকিৎসকের অপচিকিৎসায় অপারেশনের টেবিলে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ও মৃত্যুর দুই ঘন্টা পর নাটকীয়ভাবে অক্সিজেন লাগিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণের অভিনব নাটকের সংবাদ পেয়ে বুধবার স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ উপজেলা নির্বাহী অফিসারকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সাংসদের নির্দেশনা পেয়ে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস থানা পুলিশের সহায়তায় অপচিকিৎসালয়খ্যাত উপজেলার ফুল্লশ্রী বাইপাস এলাকায় অবস্থিত দুঃস্থ মানবতার প্রাইভেট হাসাপতালে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় ১০ বেডের ওই হাসপাতালে তিনজন এমবিবিএস চিকিৎসক, ছয়জন প্রশিক্ষিত নার্স, ল্যাবরেটরী টেকনিশিয়ানসহ প্রয়োজনীয় জনবল কাঠোমো, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সনদপত্র না থাকাসহ রোগীদের ভুল ও অপচিকিৎসা প্রদানের অভিযোগে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
এ সময় ওই হাসপাতালে ভর্তি রোগীদের উপজেলা সরকারী হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযানের সময় ওই হাসপাতালে কোন চিকিৎসক, নার্স ও ল্যাবরেটরী টেকনোলজিষ্টের উপস্থিতি পায়নি ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর শুকলাল সিকদার উপস্থিত ছিলেন।
একইদিন ভ্রাম্যমান আদালত উপজেলা সদরের ডিজিটাল ডায়াগনিষ্ট সেন্টারে অভিযান চালিয়ে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ (৪) ধারায় দুই হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযানের টের পেয়ে উপজেলা সদরের জনসেবা ডায়গনিষ্টিক সেন্টার বন্ধ করে মালিক সোহেল মিয়া পালিয়ে যায়।