স্টাফ রিপোর্টার//
বরিশালে অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও অটোরিকশায় ব্যবহার করায় জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এ জরিমানা করেন। এসময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সহকারী বিস্ফোরক পরিদর্শক মোঃ মোজাহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বরিশাল বিআরটির ইন্সপেক্টর দেবাশিষ দাস, আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল র্যাব-৮এর এএসপি মুকুর চাকমা।এছাড়াও ফায়ার সার্ভিস, কোতয়ালী মডেল থানা পুলিশ এবং র্যাব-৮ এর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী বলেন, ‘সকাল সাড়ে ১১টায় শীতলাখোল ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। মুন্সির গ্যারেজ এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার থাকায় মেসার্স রহমতুল্লাহ ব্রাদার্সের মালিক সোহরাব হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
লঞ্চঘাট এলাকায় অটোরিকশায় রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় ৬টি অটোরিকশা আটক করা হয়। পরে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আটকৃতরা হলেন, মোঃ ইব্রাহীম (৪০), রতন বেপারী (৩৩), মোঃ ইমরান (২৯), মোঃ শাহজাহান (৪৫), মোঃ রাকিবুল (২৯), মোঃ মাইনুল (২৭)।