34 C
Dhaka
জুলাই ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী পালন

বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কবি জীবনানন্দ দাশ সড়কস্থ জীবনানন্দ অঙ্গণে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘ। পরে জীবনানন্দ দাশ গ্রন্থাগারে জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে স্ব-রচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার সম্পাদক পার্থ সারথির সঞ্চালনায় সংঘটনের সভাপতি ও কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- কবি দিপংকর চক্রবর্তী, মুকুল দাস, কবি নজমুল হোসেন আকাশ, কবি আসমা চৌধুরী, ভায়োলেট হালদার বিন্দু, অপূর্ব গৌতম, নাজমুস সামস সজল, কাজী সেলিনা, আব্দুর রহমনা, শোভন কর্মকার কৃষ্ণ এবং সুভাষ দাস নিতাই প্রমুখ।

এদিকে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে তিন দিনব্যাপি জীবনানন্দ মেলা ২০২০ চলছে। মেলার দ্বিতীয় দিনে কবির জন্মবার্ষিকীতে মেলার মাঠে আলোচনা সভা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সরকারি ব্রজমোহন কলেজ সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সভাপতি মোঃ জুবায়ের হোসেন শাহেদ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফ। উপস্থিত ছিলেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজুলল হক, বর্তমান অধ্যক্ষ প্রফেসর শফিকুল রহমান শিকদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত জাহান প্রমুখ।

এছাড়া প্রবন্ধ উপাস্থাপনা বিএম কলেজের ইংরেজী বিভাগের প্রধান রনজিৎ কুমার মল্লিক। এরআগে মেলা প্রাঙ্গনে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাসহ অতিথিবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official