সানজিদ আলম সিফাত:
স্কাউট আন্দোলনের প্রবর্তক রর্বাট স্টিফেনশন স্মিথ স্যার লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬০ তম জন্মবার্ষিকী ও স্কাউট দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বরিশাল জেলা রোভার স্কাউটসের আয়োজনে সারাদিন বিভিন্ন কাজের মাধ্যমে তাকে স্মরণ করে জেলার স্কাউটরা। এর মধ্যে সকাল ৯.৩০ এ নগরীর অমৃত লাল দে কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে বরিশাল পলিটেকনিক্যাল কলেজ প্রাঙ্গনে সমাপ্তি হয়।
তারপর বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ,আলোচনা সভা,স্কাউট সদস্যদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং দিনশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে এসব কর্মসূচি শেষ হয়। এ সময় অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ স্কাউটস্, বরিশাল জেলা রোভার এর চেয়ারম্যান জনাব মোঃ তাইজুল ইসলাম বলেন”ব্রিটিশদের এ সামরিক কর্মকর্তা ১৮৫৭ সালের এইদিনে জন্ম নেন। শিশু কিশোরদের মানসিক শক্তি ও আত্নবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে জীবনে শৃঙ্খলা আনা এবং সেবার মানসিকতা গঠনে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই আনুষ্ঠানিকভাবে স্কাউট আন্দোলন শুরু করেন ব্যাডেল পাওয়েল। তার জন্মের এ দিনটিকে স্কাউটরা বিপি দিবস হিসেবে জানে।”