বরিশালের কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সন্ধ্যারাতে কোস্টগার্ড বরিশাল স্টেশনের একটি টিমের অভিযানে উদ্ধার এ জাটকাগুলো শহরের বিভিন্ন মাদ্রাসা ও মন্দিরে বিতরণ করা হয়েছে। তবে জাটকা পাচারের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বরিশাল মৎস্য অফিস সূত্র জানায়- ভোলা থেকে বিপুল পরিমাণ জাটকা ইলিশ ট্রলারযোগে বরিশালে পাচার হচ্ছে এমন খবরে কোস্টগার্ডের একটি টিম কালাবদর নদীতে অবস্থান নেয়। সন্ধ্যার দিকে ট্রলারটি আসে এবং দুর থেকে কোস্টগার্ড সদস্যদের অবস্থান লক্ষ্য করে পাচারে জড়িতরা পালিয়ে যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা ট্রলারভর্তি জাটকা ইলিশ উদ্ধার করে বরিশালে নিয়ে আসে। পরে উদ্ধার জাটকাগুলো জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগরীর বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিতরণ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, পাচারকারীদের আটক না করা গেলেও জাটকা সরবরাহের কাজে নিয়োজিত ট্রলারটি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।’