অনলাইন ডেস্ক:
যৌতুকের দাবিতে পাষন্ড স্বামীর অমানুষিক নির্যাতন সইতে না পেরে তানিয়া বেগম (২৩) নামের এক গৃহবধুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামে।
থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, উপজেলার দত্তেরাবাদ গ্রামের দিনমজুর আবদুল খালেক খানের কন্যা তানিয়া বেগমের (২৩) সাথে একই উপজেলার বড় বাশাইল গ্রামের শাহিন মোল্লা ওরফে বাবুর একবছর আগে বিয়ে হয়। বিয়ের সময় বর পক্ষের দাবিকৃত ৮০হাজার টাকা যৌতুক দেয় তানিয়ার বাবা। অতিসম্প্রতি তানিয়ার শ্বশুর বাড়ির লোকজনে ফের ২০ হাজার টাকা যৌতুক দাবি করে। এতে অপারগতা প্রকাশ করায় বৃহস্পতিবার দুপুরে তানিয়াকে শারিরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নিরূপায় হয়ে তানিয়া তার মামা বাড়ি মোহনকাঠী গ্রামের সিরাজ হাওলাদারের বাড়িতে গিয়ে ওঠেন।
শুক্রবার দুপুরে বাড়ির সবাই নামাজ পরতে যাওয়ার পর মানসিকভাবে বিধ্বস্ত তানিয়া তার মামার ঘরের আড়ার সাথে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।