যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল ২৪ ঘণ্টা পত্রিকার প্রকাশক কাওছার হোসেনের পিতা ইউনুস মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুর ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। পেশায় ব্যবসায়ী ইউনুস মিয়া দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত রোগে ভুগছিলেন।
এই ব্যবসায়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এছাড়াও তার এই মৃত্যুতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার মুখ টুইন্টি ফোর ডট কম পত্রিকার পক্ষ থেকে শোক প্রকাশ ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোহা: পলাশ চৌধুরী সহ কর্তৃপক্ষ।