26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল রাজণীতি

বরিশাল জেলাকে ভিক্ষুকমুক্ত করা হবে: অজিয়র রহমান

স্টাফ রিপোর্টার//

প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বরিশালের ১০টি উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে কঠোর নির্দেশ দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। প্রত্যেকটি উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করার জন্য তিন মাসের সময় বেধে দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি তাদের চিহ্নিত করে পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলেছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বরিশালের ১০টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

অজিয়র রহমান বলেন, বর্তমান সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। পাশাপাশি ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের একদিনের বেতনও কর্তন করা হয়েছে।

তিনি বলেন, বরিশাল জেলার ১০টি উপজেলায় মোট ৩ হাজার ৪৭৪ জন ভিক্ষুক রয়েছে। যার মধ্যে ৪টি উপজেলায় ১৬৩ জন ভিক্ষুককে এরই মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। তারা এখন আর ভিক্ষাবৃত্তি করছে না।

পুনর্বাসনযোগ্য বাকি ভিক্ষুকদের পুনর্বাসনের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক বলেন, প্রত্যেক উপজেলা ও ইউপি চেয়ারম্যানরা সরকারের বরাদ্দ দেয়া ভিজিডি, ভিজিএফ, ৪০ দিনের কর্মসূচির কাজের সঙ্গে ভিক্ষুকদের জড়িত করতে হবে। এসব সুবিধা পেলে ভিক্ষাবৃত্তি কমে আসবে।

সভায় জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলামসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান-মেম্বাররা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official