স্টাফ রিপোর্টার/
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রে ৩৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে ভোলা জেলায় তিনজন,ঝালকাঠি জেলায় একজন ও পটুয়াখালী জেলায় একজন পরীক্ষার্থী। আর অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৬৯ জন, বরগুনায় ৪৮ জন, পটুয়াখালীতে ৭০ জন, পিরোজপুরে ৩৮ জন, ঝালকাঠিতে ৪৪ জন ও বরিশালে ১২৬ জন রয়েছেন।
এর ফলে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৮৭ হাজার ৬২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস জানিয়েছেন, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও প্রশ্নফাঁসের কোনো গুজব বা অভিযোগ পাওয়া যায়নি। আর এ ধরণের গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।