26 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নারী ও শিশু

ভোলায় মাছের ঘের নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত-৯

অনলাইন ডেস্ক:

ভোলা সদর উপজেলায় মাছের ঘেরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত নয় জন আহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাজীর চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. কাশেম বয়াতী, তার ভাই বিল্লাল, ছেলে মাইনুদ্দিন ও জহিরুল ইসলাম, ছেলের বউ সিমা আক্তার। অপর পক্ষের আবুল কালাম, আরিফ, জুলহাস ও বিবি আনোয়ারা। আহতদের মধ্যে গুরুতর চার জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কাশেম বয়াতীর ছেলে মাইনুদ্দিন অভিযোগ করে বলেন, তার বাবা ভেলুমিয়ার গাজীর চরের প্রায় ৮০ শতাংশ জমির একটি মাছের ঘের মো. আবু জাফর, সামছুল হক হাওলাদার, হাজি বশির ও খালেক পাটওয়ারীর কাছ থেকে ১৬ হাজার টাকায় আগামী তিন বছরের জন্য লিজ নেয়। এবং জমির মালিকদের লিজের টাকা বুঝিয়ে দেয়া হয়।

সকালে ওই ঘেরে তার বাবা কাশেম, ভাই জহিরুল ও লেবার বাগন আলী মিলে মাটি কাটতে যায়। এ সময় ঘেরটি পূর্বের লিজ নেয়া মোফাজ্জল হোসেন ও তার ছেলেরাসহ লাঠিসোঠা নিয়ে তাদের উপর হামলা করে। পরে তাদের ডাকচিৎকারে বাড়ি থেকে মাইনুদ্দিন ও তার স্ত্রী সিমা আক্তার ছুটে আসলে তাদেরকেও মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মাইনুদ্দিন।

এব্যাপারে অভিযুক্ত মোফাজ্জল হোসেন বলেন, আমি স্থানীয় খালেকের কাছ থেকে গত ১৯ বছর ধরে ঘেরটি লিজ নিয়ে ভোগ করে আসছি। কিন্তু আমাকে কিছু না জানিয়ে কাশেম বয়াতীর কাছে ঘেরটি লিজ দিয়েছেন আবু জাফর। তার পরও আমি কাশেম বয়াতীকে বলেছি খালেকের কাছ থেকে আমি টাকা পাই।

এবং আমি জৈষ্ঠ মাস থেকে আমি ঘের লিজ নিয়েছি, আবার জৈষ্ঠ মাসে আমার লিজ শেষ হবে। এ অবস্থায় সকালে কাশেম বয়াতী আমাকে কিছু না জানিয়ে আমার পুকুরের পানি নামার জায়াগা মাটি দিয়ে বন্ধ করে দিলে আমি মাটি সরিয়ে ফেলি। পরে আমি চলে গেলে তারা আবার পুনরায় মাটি দিয়ে পানি নামার রাস্তা পুরোপুরি বন্ধ করে দেয়।

সর্বশেষ আমি ঘেরের কাছে গেলে কাশেমের ছেলে আমি মারার জন্য লাঠি নেয়। পরে আমি ডাকচিৎকার দিলে লোকজন আসলে তাদের সাথে মারামারি বাধে।এতে আমার স্ত্রী, ভাই ও দুই ছেলে আহত হয়।

জমির মালিক মো. আবু জাফর বলেন, আমি ঘের এবছর কাশেম বয়াতীর নিকট লিজ দিয়েছি। কেনো তারা মারামারি করছে আমি জানি না। ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আরমান জানান, সকালে একজন মোবাইল ফোনে আমাকে জানিয়েছি।আমি তাদেরকে চিকিৎসার জন্য বলেছি। তবে এখনও কেউ মামলা করেনি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

কলেজ ছাত্রের সঙ্গে নার্সিং শিক্ষার্থীর প্রেম, অতঃপর…

banglarmukh official

ধর্ষণের শিকার ৬ বছরের শিশু, অভিযুক্ত গ্রেফতার

banglarmukh official

এক মাসে ৩৫৪ নারী-শিশু নির্যাতন, ধর্ষণের শিকার ৭৭ জন

banglarmukh official

মীমাংসার জন্য ডেকে নিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ

banglarmukh official

বরগুনায় ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

banglarmukh official

গৃহবধূকে লাঠি পেটার ভিডিও ভাইরাল, গ্রাম পুলিশ আটক

banglarmukh official