অনলাইন ডেস্ক:
কুমিল্লার বরুড়ায় উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় ৩৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
এ প্রতিযোগিতায় উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি উচ্চ বিদ্যালয়, ১০টি মাদ্রাসা এবং ৫টি কলেজ অংশ নেয়। মোট ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি থেকে ১০ জন শিক্ষার্থীর একটি গ্রুপ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান, কৃষি অফিসার মো. নজরুল ইসলাম, কুমিল্লা বেতারের শিল্পী শিক্ষক গুরুদাস ভট্টাচার্য্য প্রমুখ।