অনলাইন ডেস্ক:
বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস বলেন, আজ তোমরা শুন্ধসুরের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচিতে অংশ নিয়েছো এর মধ্যদিয়ে শুন্ধ মানুষ গড়ে উঠার মাধমে একজন শুন্ধ বাঙ্গালী হয়ে বাংলার মাঠিতে প্রতিষ্ঠিত হবে। তোমাদের কাছে আমরা এই প্রত্যাশা করতে পারি।
এসময় তিনি আরো বলেন,এই সময়ের যারা ধারক-বাহক তারা শুন্ধভাবে ভাষা ব্যবহার করবে তাদের প্রতি আহবান জানান।তিনি আরো মাঠে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের বলেন,ছেলে-মেয়েদেরকে শুধু সেলেবাসের মধ্যে আটকে না রেখে বাংলাদেশের স্বাধীনতা,মুক্তিযুদ্বের ইতিহাসের পাশাপাশি বিশ্বকে চেনাতে হবে।
আজ যেসব শিক্ষার্থী শুন্ধভাষায় জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতায় অংশ নিয়েছো তোমরা প্রতিযোগীতার মাধ্যমে শ্রেষ্ঠতার পরিচয় দিয়ে নিজেদের তুলে ধরবে তোমাদেরকে সে আহবান করছি।
মঙ্গলবার সকাল ৯টায় দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে শুন্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগীতা ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির একথা বলেন। বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে ও বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত এআইজি) মোঃ মোশারফ হোসেন (বিপিএম), বরিশাল পুলিশ সুপার সাইফুল ইসলাম,জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ বরিশাল জেলা প্রশাসক কার্যালয় উপ-পরিচালক আবুল কালাম আজাদ। পরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস,বিশেষ অতিথি পুলিশ কমিশনার মোঃ মোশারফ হোসেন,জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ বিভিন্ন অতিথিরা বেলুন ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্টিকভাবে উদ্বোধন করেন।
অপরদিকে বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজ অনুষ্ঠিত জাতীয় সংগীত প্রতিযোগীতায় বরিশাল নগরের ৩০টি ও জেলার ১০ উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। একই সময়ে বঙ্গবন্ধু উদ্যানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান,পুলিশ সুপার,বরিশাল জেলা প্রশাসক বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী সহ অন্যান্ন কর্মকর্তারা বেলুন ফেষ্টুন উড়িয়ে প্রতিষ্টা বার্ষিকী পালন করেন।