মে ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
শিক্ষাঙ্গন

সকালে কেন্দ্রে ঢুকে সন্ধ্যায় পরীক্ষা দেবেন এসএসসি পরীক্ষার্থী রিকি

অনলাইন ডেস্ক:

সবাই যখন দিনের বেলায় পরীক্ষা দেবেন তিনি তখন অপেক্ষা করবেন কেন্দ্রে। তার পরীক্ষা শুরু হবে সন্ধ্যার পরে।

এবার এসএসসিতে এমনই একজন পরীক্ষার্থী রিকি। যশোর শিক্ষাবোর্ডের অধীনে কুষ্টিয়ার একটি স্কুলের শিক্ষার্থী।

খ্রিষ্ট ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের অনুসারীদের শনিবার দিনের বেলায় লেখালিখি নিষিদ্ধ।

রিকি হালদার। কুষ্টিয়ার কুমারখালী সদরের “পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের” বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এবার এসএসসি পরীক্ষার্থী।

তবে খ্রিষ্ট ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের অনুসারী রিকি দিনে নয় পরীক্ষা দেবেন রাতে। কারণ তার ধর্মের রীতি অনুযায়ী, শনিবার দিনের বেলায় লেখালিখি নিষিদ্ধ।

রিকির আবেদন ও ধর্মীয় রীতি আমলে নিয়ে তাকে রাতে পরীক্ষা দেয়ার অনুমতি দিয়েছে যশোর শিক্ষাবোর্ড। তিনি পরীক্ষা দেবেন শনিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

তবে সহপাঠীদের সাথে সকালেই কেন্দ্রে ঢুকতে হবে তাকে। আর বের হতে হবে রাতে পরীক্ষা শেষ করে।

এমন ঘটনা যশোর শিক্ষা বোর্ডের এসএসসির ইতিহাসে এটিই প্রথম। কর্তৃপক্ষের আন্তরিকতায় খুশি রিকি ও তার পরিবার।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী

banglarmukh official

কোন বোর্ডে জিপিএ-৫ কত?

banglarmukh official

এইচএসসির ফল প্রকাশ কাল, যেভাবে জানা যাবে

banglarmukh official

এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর

banglarmukh official

শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সমন্বয়ে জবিতে কমিটি

banglarmukh official

একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল তিন দিন

banglarmukh official