Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বিনোদন

সানির বিরুদ্ধে ফের থানায় অভিযোগ

পর্নগ্রাফি ছেড়ে অভিনয় জগতে এসেছেন সানি লিওনি৷ পর্নস্টারের ইমেজ ঝেড়ে এখন তিনি সফল বলিউড অভিনেত্রী৷ কিন্তু আজও তাকে দেখলে অনেকের চোখে সানির পর্নস্টার ইমেজ ভেসে ওঠে৷ সেই ইমেজের জন্য মাঝে মধ্যেই সমালোচিত হতে হয় তাকে৷

এই পর্নস্টার ইমেজের কারণে ফের বিপাকে সানি৷ তার বিরুদ্ধে চেন্নাইয়ের নাজারথপেট থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি৷সেই অভিযোগে বলা হয়েছে, সানি পর্ণগ্রাফিকে প্রচার করেন৷ দেশের আইন অনুযায়ী যা অপরাধ৷ সানির জন্য দেশের সংস্কৃতিরও বারোটা বাজছে বলে দাবি অভিযোগকারীর৷

এদিকে শনিবারই চেন্নাইতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসেন সানি৷ এই প্রথম তামিল ছবিতে অভিনয় করতে চলেছেন সানি৷ ছবির নাম ভিরামা দেবী৷ ঐতিহাসিক পটভূমিকায় নির্মিত ছবিটি৷ এই ছবিতে সানিকে যোদ্ধা রাজকুমারীর বেশে দেখা যাবে৷

এই চরিত্রের জন্য সানি লিওনিকে তরোয়াল চালানোর প্রশিক্ষণ নিতে হয়েছে৷ এই ছবির অনুষ্ঠানে চেন্নাইতে পা রাখেন তিনি৷ আর এদিনই থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে৷ যদিও এনিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোন বিবৃতি আসেনি৷

এই প্রথম নয়৷ এর আগে সানিকে নিয়ে উত্তাল হয় চেন্নাই৷ গত বছর সানির বর্ষবরণ অনুষ্ঠান বন্ধের দাবিতে চলে বিক্ষোভ৷ কিছু কট্টরপন্থী সংগঠন বর্ষবরণের রাতে সানির অনুষ্ঠানের প্রবল বিরোধীতা করে৷ তাদের দাবি এই ধরনের অনুষ্ঠান রাজ্যের সংস্কৃতিতে আঘাত হানবে৷ যার জেরে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা৷

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official