35 C
Dhaka
মে ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সেরা ১০টি গান

ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কোকিলকণ্ঠী এই শিল্পী। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে সেখানেই তার মৃত্যু হয়।

ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষার পাশাপাশি বিদেশি ভাষাতেও তিনি গান করেছেন। অনেকের বিচারে ভারতের সর্বকালের সেরা সংগীত শিল্পীদের একজন তিনি।

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গাওয়া সেরা গানগুলোর মধ্যে থেকে রইল ১০টি। দেখেনিন একনজরে-

১.লতা মঙ্গেশকরের গাওয়া ‘জাগো মোহন প্যায়ারে’ গানটি বেশ খ্যাত। তিনি রাজ কাপুরের ছবির জন্য এই গানটি গেয়েছিলেন। ছবির নাম জাগতে রহো। লতা মঙ্গেশকরের গাওয়া হিট গানগুলোর আলোচনা করতে গেলে এই গানটি আসে সবার আগে। ‘জাগো মোহন প্যায়ারে’ গানটির মিউজিক ডিরেক্টর শলিল চৌধুরী।

২.লতাজির গাওয়ার সেরা গানগুলোর মধ্যে আারো একটি হল ‘আজা পিয়া তোহে প্যায়ার দুন’ গানটি। একবার এই গান প্রসঙ্গে আশা পারেখ বলেছিলেন, এটি আমার সবচেয়ে প্রিয় গানগুলোর মধ্যে একটি। গানের সুর দিয়েছিলেন আর ডি বর্মন। ‘আজা পিয়া তোহে প্যায়ার দুন’ গানটি সে সময় এতটাই সফল হয়েছিল যে তা বলার অপেক্ষা রাখে না।

৩.লতাজির গলায় ‘লগ জা গলে সে’ গানটি শোনেনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। লতাজির অন্যতম জনপ্রিয় গান এটি। এই গান প্রসঙ্গ লতাজি একবার নিজে বলেছিলেন, তার হতাশার দিনে মন ভালো করে তোলে এই গান। ‘ওহকৌন থি’ ছবির জন্য তিনি এই গানটি রেকর্ড করেছিলেন।

৪.‘জিস পথ পে চলা উস পথ পে মুঝে আঁচল তো বিছা দে’ ‘ইয়াদগার’ ছবির এই গান বেশ সাফল্য অর্জন করেছিল। ১৯৭০ সালে মুক্তি পায় ‘ইয়াদগার’ সিনেমাটি। এস আর শর্মা পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন মনোজ কুমার, প্রেম চোপড়ার অভিনেতারা। সে সময় লতাজির কন্ঠে ‘জিস পথ পে চলা উস পথ পে মুঝে আঁচল তো বিছা দে’ গানটি মন ছুঁয়ে গিয়েছিল সকলের।

৫. লতাজির গাওয়া আরও একটি হিট গান হল ‘ছোট সে সারি দুনিয়া কিসিকে লিয়ে ইয়ে মুনাসিব না আদমি কে লিয়ে’। ‘সরস্বতীচন্দ্র’ ছবির গান এটি। ১৯৬৮ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সে সময় লতাজির কন্ঠে এই গান বেশ সাড়া ফেলেছিল।

৬. লতা মঙ্গেশকের কন্ঠে একটি হিট বাংলা গান হল ‘রঙ্গিলা বাঁশিতে কে ডাকে’। এই গান বাঙালির আবেগের সঙ্গে জড়িত। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন ভুপেন হাজারিকা। আর লিরিক্স পুলক বন্দ্যোপাধ্যায়ের। লতাজির সুরেলা গলায় এই গান বাঙালি মনকে সব সময় ব্যাকুল করে তোলে।

৭. লতাজির গাওয়া আরও একটি বাংলা হিট গান হল ‘আকাশ প্রদীপ জ্বলে’। সতিনাথ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই গানটি গিয়েছিলেন তিনি। গানটি মুক্তি পেয়েছিল বহু দিন আগে। তবে, আজও এই গানের খ্যাতি রয়েছে সর্বত্র। যে কোনও অনুষ্ঠানে বাঙালি কন্ঠে আজও শোনা যায় লতাজির গাওয়া আকাশ প্রদীপ জ্বলে গানটি।

৮.‘প্রেম একবারই এসেছিল নিরবে’, গানটি নিশ্চয়ই শুনেছেন। এখনও সেরা বাংলা গানের তালিকায় রয়েছে লতা মঙ্গেশকরের গাওয়া প্রেম একবারই এসেছিল নিরবে গানটি। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর লিরিক্স গৌরিপ্রসন্ন মজুমদারের।

৯.মহব্বতে ছবির হিট গান ‘হাম কো হামিসে চুরালো’। এই গানটি লতাজির গলায় আরও একটি শ্রেষ্ঠ সঙ্গীত। এই গানে লতা মঙ্গেশকের সঙ্গে গলা মিলিয়েছিলেন উদিত নারায়ন। গানটি ফিল্ম ফেয়ার পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছিল।

১০. ১৯৯৭ সালে মুক্তি পাওয়া দিল তো পাগল হ্যায় ছবিটি সেরা বলিউড ছবিগুলোর মধ্যে একটি। এই ছবির দিল তো পাগল হ্যায় গানটি মন কেড়েছিল সকলের। লতাজির গাওয়া এই গানটি সেরা গানগুলোর মধ্যে একটি।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official