ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথির গোলাবর্ষণে সৌদি আরবের অন্তত ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামলা চালায় হুথি বিদ্রোহীরা।
শনিবার সৌদি আরবের এক বিবৃতিতে বলা হয়, হুথিদের সঙ্গে যুদ্ধে ৯ সেনা সেনা নিহত হয়েছেন। এর মধ্যে সৌদির আল-আশা এলাকায় এক সেনার জানাজা ও দাফন অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে সৌদি সামরিক বাহিনী।
বিদ্রোহীগোষ্ঠী হুথি বলছে, তাদের সমর্থিত সেনাদের হামলায় সৌদি সেনাদের মারাত্মক ক্ষতি হয়েছে। সৌদির জাফান ও জিজান এলাকার কয়েকটি সেনা অবস্থানের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে হুথি সমর্থিত সেনারা।
শুক্রবারও হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের আসির ও নাজরান প্রদেশে সৌদি সেনাদের অবস্থানে হামলায় চালায়। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে যার মধ্যে কর্মকর্তা পর্যায়ের সেনা রয়েছে। বেশ কিছুদিন শান্ত থাকার পর এসব অঞ্চলে আবার সংঘর্ষ শুরু হলো। পার্সট্যুডে।