16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি ঢাকা

৮ হাজার টাকা দিয়ে ১০ দিনও চলে না পোশাক শ্রমিকদের

অনলাইন ডেস্ক:

শ্রমিক ছাঁটাই, নির্যাতন, মিথ্যা মামলা, হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি নামক একটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি আয়োজিত প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘পোশাক শ্রমিকরা সরকার আর মালিকের রোষানলের শিকার। ৮ হাজার টাকা মজুরি দিয়ে ৫ জনের সংসার মাসের ১০ দিনও চলে না। তাই মানবিক কারণেই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করা উচিত।

তারা আরও বলেন, ‘এক মাসে ৮ থেকে ১০ হাজার শ্রমিককে গার্মেন্টস থেকে চাকরিচ্যুত করা হয়েছে। অথচ কোনো সচেতন শ্রমিক এখন আর কারখানা ভাঙচুর করে না। কারণ, তারা জানে কারখানা না থাকলে তাদের জীবন বাঁচবে না। তারা এখন শান্তিপূর্ণ আন্দোলন করে। আমরা বলতে চাই, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও শ্রমিক ছাঁটাই বন্ধ করুণ। আর তা নাহলে শ্রমিক অসন্তুষ্টির দায় আপনাদেরই নিতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, শ্রমজীবী নারী মৈত্রী সভাপতি শিখা জামালী, শ্রমিক নেতা আবু হাসান টিপু প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই চেষ্টা

banglarmukh official

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

banglarmukh official

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

banglarmukh official