জন্ম নিবন্ধনের কেন্দ্রীয় সার্ভার আপগ্রেডের কাজ চলায় বিগত কয়েকদিন ধরেই বরিশাল সহ সারা দেশে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি নতুন কিছু নিয়ম সংযোজন করে সার্ভার চালু করা হয়েছে এবং নিবন্ধন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।
গতকাল বিসিসি’র জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা পরিদর্শনে গিয়ে এ বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন বরিশাল মহানগর আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এখনো কিছু ত্রুটি থাকায় সার্ভার উন্নয়নের কাজ চলমান রয়েছে। অনাকাঙ্খিত এই সমস্যার জন্য নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন বিসিসি মেয়র।
