ই এম রাহাত ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় ইটবাড়িয়ায় রাকিবুল ইসলাম বাবুল “গলাচিপা আইডিয়াল স্কুলের শিক্ষক” তার একমাত্র ছেলে আশরাফুল ইসলাম তানজিল (১৫), গত ৫ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার প্রাইভেট এর কথা বলে বাসা থেকে বের হয়েছে, এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। আশরাফুল ইসলাম তানজিলের মামা মনিরুজ্জামানের কাছ থেকে জানা যায়, আশরাফুল ইসলাম তানজিল গলাচিপা এন জেড মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। তার বয়স ১৫ বছর, উচ্চতা ৫ ফুট, গাঁয়ের রং ফর্সা সাথে ১টি ব্যাগ আছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করার কথা রয়েছে। কোনো হৃদয়বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা মুঠোফোন নম্বরে, বাবা, রাকিবুল ইসলাম বাবুল (০১৭২৫-৪৩৮৪২৯) এবং মামা, মনিরুজ্জামান (০১৭১৩-১৪৪১৭৩) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
