নিজস্ব প্রতিনিধি // ফেব্রুয়ারি মাস ভাষার মাস। এ মাস আমাদেরকে মাতৃভাষা ও ভাষার জন্য জীবনদানকারী বীর শহীদদের স্মরণ করিয়ে দেয়। যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নিজেদের ভাষায় কথা বলার স্বাধীনতা, তাদের প্রতি রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
করোনার ভয়কে জয় করে মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নেমেছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে দলে দলে মানুষ এসে হাজির হয়েছেন শহীদ মিনারে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশান্তর.কম ও ডেইলি তাজা খবর।
উপস্থিত ছিলেন,দেশান্তর.কম এর সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ডেইলি তাজা খবর এর সম্পাদক মোঃ আবির ইসলাম, সোহাগ মল্লিক,ক্রাইম রিপোর্টার মোঃ রাকিব হোসেন,স্টাফ রিপোর্টার তামিম,কামরাঙ্গীরচর থানা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল রানা সহ পত্রিকার অন্যান্য প্রতিনিধিগণ।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা বলেন, একুশের পথ ধরে স্বাধীনতা এসেছে। স্বাধীনতার এত বছর পরেও বলা যায় বিজয়কে সুসংহত করতে পারিনি আমরা। জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ঘটানো সম্ভব হয়নি। জাতিসংঘ বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেবে।
