26 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক নিখিল সেন আর নেই

পরলোক গমন করেছেন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সৈনিক, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক নিখিল সেন গুপ্ত।

আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে বরিশাল নগরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি হৃদ রোগ সহ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

নাটকে একুশে পদক প্রাপ্ত নিখিল সেন ১৯৩১ সালের ১৬ এপ্রিল বরিশালের কলশ গ্রামে জন্মগ্রহন করেন। তার বাবা যতীশ চন্দ্র সেন গুপ্ত ও মা সরোজিনী সেনগুপ্ত। তিনি পরিবারের ১০ সন্তানের মধ্যে ৪র্থ সন্তান ছিলেন।

Image result for নিখিল সেন

জানাগেছে, আবৃতিতে অবদান রাখে ২০১৫ সালে শিল্পকলা পদক লাভ করেন নিখিল সেন গুপ্ত। নাটকে বিশেষ অবদান রাখায় ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখহা সিনার হাত থেকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক সম্মাননা অর্জন করেন পতিথযশা এই ব্যক্তি।

এছাড়াও ১৯৯৬ সালে শিল্পকলা একাডেমি সম্মাননা, ১৯৯৯ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সম্মাননা ও ২০০৫ সালে শহীদ মুনীর চৌধুরী সম্মাননা অর্জন করেন নিখিল সেন গুপ্ত। তার জীবনের প্রথম নাটক সিরাজের স্বপ্ন। ওই নাটকে সিরাজ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই থেকে নাট্যজীবন শুরু হয় তার।

রাজনৈতিক জীবনে কমিউনিস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীন তাযুদ্ধে অংশ নেন। এছাড়া ৫২’র ভাষা আন্দোলনেও তার ভুমিকা ছিলো। মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন শেষে বরিশাল আদীস্মশানে প্রয়াতের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official