মাদারীপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে জাহিদ খান নামের এক এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশ ও আরেক শিক্ষার্থীর অভিভাবকের বিরুদ্ধে। আহত ওই শিক্ষার্থীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাধীন ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সহপাঠীরা জানায়, জাহিদ যে কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন সেই কেন্দ্রের আরেক পরীক্ষার্থী মিতু আক্তারের সাথে তার পরীক্ষা শুরু হওয়ার আগে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে গেলে মিতুর পরিবারের লোকজন তাকে মারধর করে।
তাদের সাথে ওই পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরাও জাহিদকে বেতের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে জাহিদ অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে সহপাঠীরা।
মাদারীপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক (মেডিকেল অফিসার) অখিল সরকার বলেন, জাহিদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। তবে, তার শরীরের বেশকিছু স্থানে আঘাতে চিহ্ন রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, ‘ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল হান্নানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশের কেউ শিক্ষার্থীকে মারধর করেনি। তবে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’