34 C
Dhaka
জুলাই ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজণীতি

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়ার কারাবরণের দুই বছরপূর্তিতে তার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগরও জেলা বিএনপি। সমাবেশে বক্তারা বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কথিত দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারান্তরিণ রাখা হয়েছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলেও সরকার না দেখার ভান করে আছে।

ক্ষমতাসীন দলের নেতা, এমপি ও মন্ত্রীরা দুর্নীতে নিমজ্জিত থাকলেও সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি না দিলে দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে বিএনপি মাঠে নামবে। কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবীর হাসান, অ্যাড. আকতার হোসেন মেবুল, কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্য এ্যাড, আলী হায়দার বাবুল, মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ,মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সভাপতি এ্যাড, পারভেজ আকন বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু প্রমুখ।

একই কর্মসূচি নিয়ে সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভপাতি এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না, বরিশাল কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড, এনায়েত হোসেন বাচ্চু, বিএনপি নেতা এ্যাড, আঃ রসিদ খান, কোতয়ালী বিএনপি সহ- সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু, বাকেরগঞ্জ বিএনপির নেতা নাসির জমাদ্দার, নাসির হাওলাদার, যুবদল নেতা মহসিন আলম ও উত্তর জেলা বিএনপির সম্পাদিকা শায়লা শারমিন মিমু প্রমুখ।

এসময় এবায়েদুল হক চাঁন বলেন, তৎকালীন স্বৈরশাসক আয়ূব খান বলেছিলেন এদশের মানুষ ভোট দিতে জানে না। আজ এতটি বছর পর একটি স্বাধীন দেশের অবৈধ সরকারের মন্ত্রীরাও বলেন বাংলাদেশের মানুষ ভোট কে ন্দ্রে আসতে চায় না।

এসময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্রের জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল আজকের প্রশাসনের অনেক কর্মকর্তাই তা দেখেন নি।

দেখে থাকলে গণতন্ত্র উদ্ধারের জন্য মত প্রকাশের সভায় বাধা প্রদান করতেন না। তিনি বলেন, জনগণকে বাধা দিয়ে ভোট চোর গণতন্ত্র হত্যাকারী সরকারকে বেশী দিন টিকিয়ে রাখতে পারবেন না।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official