অনলাইন ডেস্ক:
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিশ্বজিৎ মনু দাস (৪৫) নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ওভার ব্রীজ সংলগ্ন একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মনু দাস পাশ্ববর্তী কাঠালিয়া উপজেলার উত্তর চেঁচরি কৃষ্ণকান্ত দাসের ছেলে। তার ভান্ডারিয়া বাজারের সিনেমা হলে সামনে পান সিগারেটের দোকান ছিল। সে দুই সন্তানের জনক।
নিহত মনু দাসের শ্যালক খোকন মৃধা জানান, ঘটনার সময় আমার বোন অসুস্থতার জন্য আমাদের বাড়ি মোড়েলগঞ্জে ছিলেন। তার দাবী মনুকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। আমরা থানায় মামলা করব।
এ ঘটনায় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) তরিকুল ইসলাম জানান, আমরা আপাতত অপমৃত্যুর মামলা নিয়েছি। লাশের সুরতহাল রিপোর্ট না পেয়ে কিছু বলা যাচ্ছেনা। রিপোর্ট হাতে আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।