বরিশালের গৌরনদীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রবিউল বেপারী (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বরিশাল-ঢাকা মহাসড়কের কাছেমাবাদ বাসস্ট্যান্ডের উত্তর পাশে বুধবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই বিভাগের মাষ্টার রোলের প্রোটার ও গেরাকুল এলাকার আ. মালেক বেপারীর ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই নিত্যরঞ্জন মল্লিক জানান, রবিউল বেপারী মোটর সাইকেল যোগে বুধবার সন্ধ্যায় উপজেলা কমপ্লেক্স থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো। কাছেমাবাদ বাসস্ট্যান্ডের উত্তর পাশে পৌছলে আজ্ঞাত যানের ধাক্কায় রবিউল বেপারী ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।