নিউজ ডেস্ক:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামের আবদুল গোমস্তার পুত্র আমিনুল ইসলাম (১৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
খবর পেয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আব্বাস উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আমিনুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, সোমবার দুপুরে ঘরের আড়ার সাথে মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় আমিনুল।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, আমিনুল নেশায় আসক্ত ছিলো। প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের লোকজনকে মারধর করত।নেশার টাকা না পেয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।