সোমবার , ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে নদীর তীরের মাটি কেটে ইটভাটায় বিক্রি, ৪ জনের কারাদণ্ড

প্রতিবেদক
banglarmukh official
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ

বরিশালে নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে চারজনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।


তিনি জানান, অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হলেও চারজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।


দণ্ডপ্রাপ্তরা হলেন- বেল্লাল (২২), বুলবুল (৪২), সাইফুল (২২), রাহাত (১৯)।

তা‌দের নামে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া এ সময় দু’টি মাটিকাটা ভেকু মেশিন ও মাটি পরিবহনের একটি কার্গো জব্দ করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।

জানা গেছে, প্রায় এক মাস ধরে ওই এলাকার একটি চক্র আড়িয়াল খাঁ নদের তীর কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। এতে ময়দানের হাট থেকে নমরহাট পর্যন্ত গ্রাম রক্ষা বাঁধটি হুমকির মুখে পড়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক