বরিশালে নৌ-পরিবহনে যাত্রী নিরাপত্তাসহ ১২ দফা দাবীতে মানববন্ধন করেছে বরিশাল নৌ-যাত্রী পরিষদ।
রোববার(২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে একর্মসূচি পালন করে।
১২ দফা দাবীতে বলা হয়, ট্রেন স্টেশন, বাসস্ট্যান্ড ও বিমান বন্দরের মতো নৌ-পরিবহন টারমিনালের ইজারা প্রথা বাতিল করাসহ টারমিনাল টোল আদায় বন্ধ করতে হবে। নৌ-পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া কার্যকর করতে হবে। নৌ-ভ্রমণকারী শিক্ষার্থীদের হাফ ভাড়া নিতে হবে। নৌ-পরিবহনে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহণ করা বন্ধ করতে হবে। প্রতিটি নৌ-পরিবহনের পর্যাপ্ত বয়া,লাইফ জ্যাকেটসহ সর্বোচ্চ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা সহ ১২ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বরিশাল নৌ-যাত্রী পরিষদের আহবায়ক দেওয়ান অব্দুর রসিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন সদস্য সচিব ইঞ্জিনিয়ারমোঃ হারুন বিশ্বাস, সফিকুর রহমান মিরাজ,শান্ত রঞ্জন চৌধুরী, জামান কবির ও সাকিবুল ইসলাম শাফিন প্রমুখ।

















