26 C
Dhaka
জুলাই ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল

বরিশালে বাপ-বেটার প্রতারণার ফাঁদ

অনলাইন ডেস্ক:

নগরবাসী প্রতারোক ও ধানদাল বাজ হতে সাবধান। বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দার মেডিকেল কলেজ লেন রহমান কুটির এর মালিক মোঃ ইউছুফ আলী মোল্লা (ওরফে দাদে) ও তার ছেলে ইমরুল হাসান (জিকু) হতে সাবধান।

মোঃ ইউছুফ আলী মোল্লা (ওরফে দাদে) ও তার ছেলে ইমরুল হাসান (জিকু) সাধারণ ও অসহায় মানুষদের কাছ থেকে ছলে বলে কেীশালে জিম্মী করে অর্থ আদায় করে।এই প্রতারকরা প্রথমে মিস্টি কথা বলে, আপনকরে, কৌশলে টাকা গুলো হাতিয়ে আত্তশাদ করে।

টাকা চাইতে গেলে বাপ-ছেলে ও তার মা দাও বটি নিয়ে লাফিয়ে পরে এবং হুমকি ধামকি দেয়। এই প্রতারকরা সাধারন মানুষের কাছে ভদ্রো বেসে এ যাবোত প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এমন একাধিক ভুক্তো ভুগীর কাছ থেকে যানা যায় যে, পরিচয়ের সুবাধে তাদের সাথে ভাল ব্যবহারের মাধ্যমে তাদের কাছ থেকে ধার হিসাবে অর্থ হাতিয়ে নেয়।

ভুক্তভোগি মোঃ সুজন জানান, ঠকবাজ মোঃ ইউছুফ আলী ও তার ছেলে মোঃ ইমরুল হাসান এর কাছে পাঁচ লক্ষ টাকা পায় টাকা না দিয়ে তাল বাহানা করে এবং এবিষয় কোতায়ালি মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন, এমনি ভাবে ঠকবাজ মোঃ ইউছুফ আলী মোল্লা (ওরফে দাদে) ও তার ছেলে ইমরুল হাসান (জিকু) কাশিপুরের ব্যবসায়ি মোঃ জহিরের কাছ থেকে তাদের বাসার সামনের স্টল ও জমি দেওয়ার কথাবলে তার কাছ থেকে প্রতারণা করে প্রায় ৩১ লক্ষ টাকা হাতিয়ে নেয়, ঠকবাজ বাপ-ছেলের বিরুদ্ধে বরিশাল কোর্টে একাধিক মামলা রয়েছে।

ইসলামি ব্যাংক হসপিটালের স্টাফের কাছ থেকে ঠকবাজ মোঃ ইউছুফ আলী মোল্লা (ওরোফে দাদে) ও তার ছেলে জিকু তিন লক্ষ টাকা হাতিয়ে নেয়।

এমনিভাবে ফলপট্টি ব্যবসায়িক মোঃ তানভীর এর কাছ থেকে ধার হিসাবে এক লক্ষ আঠাশ হাজার টাকা। ফলপট্টি আর এক ফল ব্যবসায়িক মোঃ জাকির হোসেন এর কাছ থেকে বিশ হাজার টাকার বাকীতে ফল ক্রয় করে। ক্যাথলিক গির্জার সামনে ফুলের দোকানদার অমিতের মায়ের কাছ থেকে স্বর্ন ও নগদ টাকা হাতিয়ে নেয় এ বিষয় একাধিক বার বসা হলে তারা তালবাহানা করে এবং টাকা দেয়না।

ওয়াল্টন ও সীঙ্গারের একাধিক শোরুম থেকে বিভিন্ন প্রডাক্ট হাতিয়ে নেয়। চাঁদমারির পাথর ব্যবসায়িক শিবলুর কাছ থেকে বাকিতে মাল নিয়ে তাল বাহানা করে এবং লুকিয়ে বেড়ায়। গোরাচাঁদ-দাস রোড গীটারের দোকান থেকে ষাট হাজার টাকা বাবার অসুস্থতার কথাবলে নেয়। এই ঠকবাজ শুধু বরিশাল নয় ঢাকায় ও ভদ্রোবেসে প্রতারণা করে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official