অনলাইন ডেস্ক:
বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করে বিপাকে পরেছেন মৌজে আলী মৃধা (৮০) নামের এক বৃদ্ধ। প্রতিপক্ষের লোকজনে মামলা উত্তোলণের জন্য প্রতিনিয়ত ওই বৃদ্ধকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের।
রবিবার সকালে স্থানীয় সাংবাদিকদের কাছে ভুক্তভোগী বৃদ্ধ মৌজে আলী মৃধা জানান, গত কয়েক বছর পূর্বে তার স্বজন মঞ্জু মৃধা, হাবিবুর রহমান মৃধা ও শহিদুল মৃধার সাথে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে তিনি আদালতে মামলা দায়ের করেন। এ ছাড়া গত দুইদিন পূর্বে তার ঘরে অগ্নিসংযোগের ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার জেরধরে উভয় মামলা প্রত্যাহারের জন্য উল্লেখিতরা তাকে (মৌজে আলী) বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। এ ব্যাপারে তিনি প্রসাশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
হুমকির অভিযোগ অস্বীকার করে মঞ্জু মৃধা বলেন, উভয় মামলা প্রত্যাহার করে স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার জন্য প্রস্তাব দেয়া হয়েছিলো। এতে সে (মৌজে আলী) রাজি হননি।
উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, মামলা প্রত্যাহারে হুমকির বিষয়ে তার জানা নেই। তার পরেও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।