মাদক মামলায় ঝালকাঠির মো. রুবেল হাওলাদারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা দণ্ডে দণ্ডিত করা হয়েছে। গতকাল বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের জজ কে এম শহীদ আহম্মেদ ওই রায় দেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সনের ১ আগস্ট বরিশাল জেলার বানারীপাড়া রোডস্থ ঝালকাঠি রাস্তার পশ্চিম পাড়ে জনৈক হিরিু খা’র পুকুরের দক্ষিণ পাশে পুকুরের পাকা ঘাটের উপর দাঁড়ানো আসামির ডান পকেট থেকে ৪৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মামলার বাদী র্যাব-৮ এর ডিএডি মামুনুর রশিদ ঘটনার দিনই বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৬ সনের ৩১ আগস্ট মামলার চার্জশিট দেন বানারীপাড়া থানার এসআই মোঃ জসিম উদ্দিন।
আদালতে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ঝালকাঠির বীরঙ্গল গ্রামের মোঃ কামাল হাওলাদার এর ছেলে মোঃ রুবেল হাওলাদার (৩০) কে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত করা হয়েছে।